
ঢাকা, ৩০ জানুয়ারি – নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বলে খবর প্রকাশিত হয়েছে। এই ঘটনার পরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে বাংলাদেশি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও টুর্নামেন্ট বর্জন করছেন।
তবে আইসিসির ঘোষিত আম্পায়ারের তালিকায় সৈকতের নাম থাকায় সেই গুঞ্জনটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। উক্ত তালিকায় তিনি একা নন বরং তার সঙ্গে রয়েছেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজি সোহেল।
শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে।
আপাতত গ্রুপ পর্বের জন্য মোট ২৪ জন অফিসিয়াল অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। সুপার এইট ও নকআউট পর্বের আম্পায়ার কারা থাকবেন তা পরবর্তী সময়ে জানানো হবে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।
এছাড়া আম্পায়ার হিসেবে তালিকায় রয়েছেন রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, ওয়েন নাইটস, ডোনোভান কচ, জয়ারামন মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে এন এ পদ্মনাভান, আল্লাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রাইফার, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভীন্দ্র উইমালাসিরি এবং আসিফ ইয়াকুব।
এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬








