বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও

গত কয়েক মাস ধরেই ইনজুরিতে ভুগছিলেন তিনি। অ্যাশেজের মাত্র একটি খেলা প্যাট কামিন্স শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, সে নিয়েই ছিল বড় শঙ্কা। শেষ পর্যন্ত সত্যি হলো সেই শঙ্কাই। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অজি পেসার কামিন্স। অস্ট্রেলিয়া দলে জায়গা হয়নি আরেক অভিজ্ঞ ক্রিকেটার স্টিভ স্মিথেরও।

টি-২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার একটি স্কোয়াড ঘোষণা করা হয়েছিল আগে। তবে তখনই বলে দেওয়া হয়েছিল, এটি প্রাথমিক দল। দলে পরিবর্তন আনার শেষ দিন ৩১ জানুয়ারিতেই চূড়ান্ত দল ঘোষণা করল তারা। আগের দল থেকে যেখানে পরিবর্তন দুটি।

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে পিঠের নিচের অংশের চোটে ভুগছেন কামিন্স। গত সাড়ে ছয় মাসে স্রেফ একটি ম্যাচ তিনি খেলেছেন, অ্যাশেজের অ্যাডিলেইড টেস্টে। কদিন আগে তার স্ক্যান করানো হয় এবং সেটির ফল ‘ইতিবাচক’ বলেই জানানো হয়েছিল। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এখন বলছে, সেরে উঠতে আরও সময় লাগবে তার।

বিগ ব্যাশে অসাধারণ পারফরম্যান্স করে বিশ্বকাপ সম্ভাবনা জাগিয়ে তুললেও শেষ পর্যন্ত জায়গা পাননি স্টিভেন স্মিথও।

কামিন্স ছিটকে গেলেও অস্ট্রেলিয়ার জন্য বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে ফেরার পথে থাকা অন্য তিন ক্রিকেটার জশ হ্যাজলউড, ন্যাথান এলিস ও টিম ডেভিড ফিট হয়ে উঠেছেন।

OR

Scroll to Top