বিশ্বকাপ না থাকায় ১ ফেব্রুয়ারি থেকে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু – DesheBideshe

বিশ্বকাপ না থাকায় ১ ফেব্রুয়ারি থেকে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু – DesheBideshe

বিশ্বকাপ না থাকায় ১ ফেব্রুয়ারি থেকে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু – DesheBideshe

ঢাকা, ২৯ জানুয়ারি – ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে শুরু থেকেই নিজেদের অবস্থানে অনড় ছিল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বা আইসিসির বেধে দেওয়া চব্বিশ ঘণ্টার সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত টাইগারদের ছাড়াই বিশ্বকাপ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

গত শনিবার সন্ধ্যায় আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বাংলাদেশের পরিবর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্বকাপে অংশ না নেওয়ায় জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে খেলা থেকে বিরতিতে রয়েছেন এবং অনেকেই নিজ নিজ এলাকায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

তবে এই বিরতি খুব বেশি দীর্ঘ হচ্ছে না কারণ আগামী মাসেই বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই ক্রিকেটারদের প্রস্তুতির অংশ হিসেবে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় দল ও পুলের ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে বিশেষ কন্ডিশনিং ক্যাম্প। প্রায় এক সপ্তাহব্যাপী চলবে এই ক্যাম্প। এ ছাড়া জাতীয় নির্বাচনের পর ঘরোয়া ক্রিকেটের অন্যান্য টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে।

এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬



OR

Scroll to Top