ব্রাজিল কঠিন গ্রুপে পড়েছে—দাবি আনচেলত্তির

ব্রাজিল কঠিন গ্রুপে পড়েছে—দাবি আনচেলত্তির

রেকর্ড ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফলতম দল হলেও দুই যুগ ধরে শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি ব্রাজিল। ‘মিশন হেক্সা’ সফল করতে এবারও মাঠে নামবে সেলেসাওরা। গ্রুপ পর্বের ড্র শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, এবার কঠিন গ্রুপেই পড়েছেন তারা।

ড্রয়ের শুরুতেই গ্রুপ সিতে পড়েছে পট-১ এ থাকা ব্রাজিল। গ্রুপে তাদের সঙ্গী আফ্রিকার দেশ মরক্কো, ইউরোপের দেশ স্কটল্যান্ড ও কনকাকাফ অঞ্চলের হাইতি। ড্রয়ের পর বিশ্লেষকরা বলছেন, বেশ সহজ গ্রুপেই পড়েছে ব্রাজিল।

এবারের লাতিন অঞ্চলের বাছাইপর্বে নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিল না ব্রাজিল। ধুঁকতে ধুঁকতেই মূল পর্ব নিশ্চিত করেছে সেলেসাওরা। ইনজুরি, ফর্মের ঘাটতি সবকিছু মিলিয়ে বেশ চাপেই আছেন আনচেলত্তি।

গ্রুপ পর্বের ড্রয়ের পর ব্রাজিলিয়ান টিভি চ্যানেল স্পোর্টভিকে আনচেলত্তি জানিয়েছে, ‘কাতারে শেষ বিশ্বকাপে মরক্কো খুবই ভালো খেলেছিল। স্কটল্যান্ডও খুব শক্ত দল, খুবই শক্তিশালী। তাদের বিরুদ্ধে ম্যাচও বেশ কঠিন হবে।’

আনচেলত্তি আরও বলেন,  ‘আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং গ্রুপে সেরা হওয়ার লক্ষ্য রাখতে হবে।’

১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ব্রাজিল। ছয় দিন পর তারা খেলবে হাইতির বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে ২৪ জুন।

OR

Scroll to Top