ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড়: আসিফ নজরুল

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড়: আসিফ নজরুল

চলমান পরিস্থিতিতে ভারতে আসন্ন বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানেই আছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। নিরাপত্তা ইস্যুটি সামনে এনে ভারতে খেলতে না যাওয়ার কথা জানিয়েছে বাংলাদে ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি’র এই বার্তা আইসিসি বুঝবে বলেও আশা প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালায়ে বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ক্রীড়া উপদেষ্ট। বৈঠকে বিসিবি সভাপতি, সহ-সহসভাপতি ও কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন আসিফ নজরুল।

ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই।’

তিনি আরও বলেন, ‘এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো হৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।’

বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্ক সম্প্রতি বেশ নড়বড়ে হয়ে পরেছে। মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে এই পরিস্থিতির সূচনা।

ভারতীয় উগ্রপন্থীদের দাবিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে হুট করেই আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। বিষয়টির সমালোচনা হচ্ছে সর্বোত্র। খেলাধুলার মধ্যে রাজনীতি টানা উচিত নয় এমন কথা বলা হচ্ছে খোদ ভারতেও।

ভারতীয় বোর্ডের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিসিবি। সেই সঙ্গে বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবির এমন প্রতিক্রিয়ার পর আইসিসির পক্ষ থেকে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গেছে, অনলাইনে বিসিবি-আইসিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিসিবির পাঠানো ই-মেইলের জবাবে বিসিবিকে ই-মেইলও পাঠিয়েছে আইসিসি।

OR

Scroll to Top