মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেপ্তার ভারতের সাবেক ক্রিকেটার – DesheBideshe

মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেপ্তার ভারতের সাবেক ক্রিকেটার – DesheBideshe

মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেপ্তার ভারতের সাবেক ক্রিকেটার – DesheBideshe

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি – মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ভারতের প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিনকে আটক করেছে গুজরাটের ভাদোদরা পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর রাতে ভাদোদরার আকোতা এলাকায় এই ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ আকোতা এলাকার পুনীত নাগর সোসাইটির কাছে এই দুর্ঘটনা ঘটে। মার্টিন নিজের এমজি হেক্টর গাড়িটি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কিয়া সেল্টোস, একটি হুন্ডাই ভেন্যু এবং একটি মারুতি সেলারিও গাড়িতে সজোরে ধাক্কা মারেন। এই সংঘর্ষের ফলে রাস্তার পাশে থাকা গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ সন্দেহ করছে যে, দুর্ঘটনার সময় ৫৩ বছর বয়সী জ্যাকব মার্টিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পুলিশের অভিযোগের ভিত্তিতে তাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং) এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর (র‍্যাশ ড্রাইভিং) আইনের আওতায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ তার এমজি হেক্টর গাড়িটিও জব্দ করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গত রাতে কোনো এক বন্ধুর সঙ্গে মদ্যপান করার পর তিনি নিজে গাড়ি চালিয়ে ফিরছিলেন। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দে সংঘর্ষের আওয়াজ শুনে পুলিশকে খবর দেন, এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত প্রক্রিয়া শুরু করে।

উল্লেখ্য, জ্যাকব মার্টিন বারোদার ক্রিকেট ইতিহাসের এক অত্যন্ত পরিচিত মুখ। তিনি বরোদার রঞ্জি ট্রফি দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং ঘরোয়া ক্রিকেটে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে তার সুখ্যাতি ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও, ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় দলের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন তিনি।

এনএন/ ২৮ জানুয়ারি ২০২৬



OR

Scroll to Top