যে কারণে টি-২০ দলে নেই তাসকিন-শামীম

যে কারণে টি-২০ দলে নেই তাসকিন-শামীম

টি-২০ ফরম্যাটে বছরজুড়েই দারুণ ফর্মে ছিলেন তাসকিন আহমেদ। ব্যাট হাতে ২০২৫ সালটা ভালো কেটেছে শামীম হোসেনেরও। তবে সবাইকে খানিকটা অবাক করেই আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি তাসকিন ও শামীমের। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু জানালেন এই দুই ক্রিকেটারের দলে না থাকার কারণ।

২০২৫ সালে বাংলাদেশের জার্সিতে ১৩ টি-টোয়েন্টি খেলে তাসকিন নিয়েছেন ২৪টি উইকেট। তাসকিন এখন ব্যস্ত আবুধাবির টি-টেন লিগে নর্থান ওয়ারির্সের হয়ে। প্রাথমিকভাবে তার অনাপত্তিপত্র ছিল ২৩ নভেম্বর পর্যন্ত।

সবাই ধারণা করেছিলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে খেলবেন তাসকিন। তবে দল ঘোষণার পর জানা গেল, তার অনাপত্তিপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে।

আশরাফ হোসেন লিপু জানালেন তাসকিনের দলে না থাকার মূল কারণ, ‘তাসকিন আমাদের কাছে দুইটি লিগ খেলার জন্য এনওসি (অনাপত্তিপত্র) চেয়েছিল। ক্রিকেটাররা বছরে শর্ত স্বাপেক্ষে বিদেশি ফ্র্যাঞ্চইজি লিগে খেলার ছাড়পত্র পায়। সেই হিসাবে তাকে খেলার অনুমতি দেওয়া হয়েছে। যদিও তাকে বিশ্রাম নিয়ে খেলার পরামর্শ দেওয়া আছে। সামনে বিপিএলও আছে, তাসকিন সেখানেও খেলবে। কোচ, অধিনায়ককে নিয়ে আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। তার অনুপস্থিতি আমাদের জন্য অসুবিধা নয় এখন। আমরা তাসকিনের বিকল্প হিসাবে আপাতত সাইফ উদ্দিনকে দলে নিয়েছি।’

এদিকে শামীমকে নেওয়া হয়নি সাম্প্রতিক পারফরম্যান্সের কথা মাথায় রেখেই, বলছেন লিপু, ‘চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের দল থেকে নেই শামীম হোসেন। তার সবশেষ পাঁচ ইনিংসে ১, ১, ০, ৩৩, ০ এই রান। যদি এই ক্রিকেটারকে একাদশে খেলানো না যায়, তাতে দলের সমন্বয় খুব বড় সমস্যা হবে না। আমরা সাইফ উদ্দিনকে সাতে ব্যাট করিয়ে দেখতে চাই। চার-পাঁচে সোহান-জাকের আলির কেউ কমফরটেবল না। চার-পাঁচের জন্য তো কাউকে তৈরি করতে হবে। অঙ্কনকে এই সিরিজে যদি না খেলাই, সামনে হঠাৎ যদি কোনো ইনজুরি হয়ে যায়, সে আমাদের একজন বিকল্প হতে পারে। এখন না খেলালে তাকে কবে খেলাব!’

চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি আগামী ২৭ নভেম্বর বৃহস্পতিবার, পরেরটি ২৯ নভেম্বর শনিবার।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল (প্রথম দুই ম্যাচের জন্য)

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।

OR

Scroll to Top