দুজনেই ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন। প্রায় দুই যুগের দ্বৈরথটা অবশ্য এখনো বজায় রয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ডের পথে এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে রোনালদো এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
আর্মেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে পর্তুগালের হয়ে শুরু থেকেই মাঠে ছিলেন রোনালদো। রোনালদোর জোড়া গোলেই ৫-০ ব্যবধানের বড় জয় পায় পর্তুগিজরা।
আর এই জোড়া গোলেই মেসিকে ছাড়িয়ে গেছেন সিআর সেভেন। বিশ্বকাপ বাছাইপর্বে রোনালদোর গোলসংখ্যা এখন ৩৮টি। অন্যদিকে বাছাইপর্বের ইতিহাসে মেসির গোলসংখ্যা ৩৬টি।
রোনালদোর সামনে আছেন গুয়াতেমালার কিংবদন্তি ফুটবলার কার্লোস রুইজ। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ৩৯ গোল করে তিনিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা।
৪০ বছর বয়সী রোনালদো কি পারবেন রুইজকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে নিতে?