রিয়ালকে কাঁদিয়ে সুপার কাপ জিতল বার্সা

রিয়ালকে কাঁদিয়ে সুপার কাপ জিতল বার্সা

ম্যাচে দুইবার পিছিয়ে পড়েছিলেন তারা। দুইবারই ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তৃতীয় গোল হজম করে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। স্প্যানিশ সুপার কাপের রোমাঞ্চকর এক ফাইনালে রাফিনহার জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ড শিরোপা জয়ের আনন্দে মেতেছে বার্সেলোনা।

এই মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে লা লিগায় বার্সাকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াল। ২০২৬ সালের প্রথম ক্লাসিকোতে সৌদি আরবের জেদ্দায় সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

ফাইনালে ৩৬ মিনিটের মাথায় লিড নেয় বার্সা। ফিরমিন লোপেজের অ্যাসিস্টে গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কাতালানরা। হাফ টাইমের ঠিক আগে গারসিয়ার অ্যাসিস্টে দারুণ এক গোলে রিয়ালকে ম্যাচে ফেরান ভিনিসিয়াস জুনিয়র।

বিরতির আগে আবার লিড নেয় বার্সা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডস্কি। এই গোলে অ্যাসিস্ট ছিল পেদ্রির। হাফ টাইমের বাঁশি বাজার আগে আবার সমতার ফেরে রিয়াল। গঞ্জালো গার্সিইয়ার গোলে উল্লাসে মাতে রিয়াল ডাগআউট। রোমাঞ্চকর এক লড়াই শেষে ২-২ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে বার্সার লিড ফিরে আসে রাফিনহার কল্যাণে। দানি অলমোর পাসে গোল করে বার্সাকে আবার এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। এই গোলই শেষ পর্যন্ত বার্সাকে শিরোপা জিতিয়েছে।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মৌসুমের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল বার্সা। টানা দ্বিতীয়বার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপে রেকর্ড ১৬তম শিরোপা জিতল বার্সেলোনা।

OR

Scroll to Top