‘রূহটা ভারতে, আমি আমেরিকায়’— মাহির ইঙ্গিতময় পোস্ট!

‘রূহটা ভারতে, আমি আমেরিকায়’— মাহির ইঙ্গিতময় পোস্ট!

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মাহিয়া মাহি— সাম্প্রতিক চলচ্চিত্রে তাকে তেমন দেখা না গেলেও সামাজিক মাধ্যমজুড়ে তার উপস্থিতি ঠিকই নজর কাড়ে। নানা ভঙ্গি, নানা মুডে তোলা ছবি আর ছোট ছোট ভিডিওতে তিনি নিয়মিতই জানান দেন নিজের অবস্থান। তবে এবার তার এক সংক্ষিপ্ত ক্যাপশন নিয়েই শুরু হয়েছে নতুন আলাপ।

ফেসবুকে শেয়ার করা কয়েকটি ছবি। ওভারকোট জড়ানো, যেন শীতের দেশে কোনো রোমান্টিক মুহূর্ত—ক্যামেরার দিকে স্মিত হাসি। আর ক্যাপশনে মাহি লিখলেন— ‘আমার রূহটা ভারতে, আর আমি আমেরিকায়।’

একটি ছোট বাক্য। কিন্তু সেই বাক্যই নতুন করে গল্পের জন্ম দিয়েছে। ভক্তরা কেউ লিখছেন, ‘রোমান্টিক পোস্ট।’ কেউ লিখছেন, ‘মাহির মন যে কোথায় উড়ে গেছে, স্পষ্ট।’

মাহির এই পোস্টকে অনেকে দেখছেন তার স্বামী রাকিব সরকারের প্রতি এক নরম টান হিসেবে। রাজনৈতিক অস্থিরতার পর রাকিব সরকারের অবস্থান নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি বর্তমানে ভারতে আছেন। আর মাহি রয়েছেন আমেরিকায়। দু’জনের দূরত্বই যেন তার সোশ্যাল মিডিয়া ক্যাপশনে রূপ নিয়েছে।

অনেকেই তাই মনে করছেন— স্বামীর প্রতি মায়া, অপেক্ষা আর অভাব থেকেই এসেছে তার এই ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য।

সিনেমায় মাহীর উপস্থিতি কমে গেলেও ব্যক্তিজীবনের টুকরো টুকরো মুহূর্তেই তিনি থাকেন আলোচনায়। রাকিব সরকারের সঙ্গে সম্পর্কের গল্প থেকে শুরু করে সম্প্রতি জায়েদ খানের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হওয়া— সবকিছুই দ্রুত ভাইরাল হয়।

তার ব্যক্তিজীবনের এই খোলা–ডায়েরি ভক্তদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনি মিডিয়ার কাছেও খবরের খোরাক।

মাহির নতুন পোস্ট ঘিরে এখন চলছে নানা ব্যাখ্যা–বিভ্রান্তি। কেউ বলছেন, তিনি স্বামীকে মিস করছেন; কেউ বলছেন, এটি একটি Simply poetic caption; আবার কেউ লিখছেন— ‘মাহির প্রেমপত্র সবসময়ই রোমান্টিক।’

যাই হোক, এক বাক্যের ক্যাপশনে তিনি বুঝিয়ে দিয়েছেন— দূরত্ব থাকলেও মনটা কারও জন্যই ব্যাকুল।

OR

Scroll to Top