লাকি বয় যখন লাকি কোচ – আনন্দ আলো

লাকি বয় যখন লাকি কোচ – আনন্দ আলো


বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েই জয় দেখলেন মোহাম্মদ আশরাফুল। খুশিতে ভাসছে ক্রিকেটপ্রেমীরা, আনন্দে মেতেছে দেশের মানুষ। দেশের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড গড়া এ ক্রিকেটার এখন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ। দায়িত্ব পেয়েছেন অল্প সময়ের জন্য, তবুও ভাগ্য যেন প্রথম দিন থেকেই তার পাশে— ফলে ভক্ত-সমর্থকদের মুখে উঠে এসেছে নতুন তকমা: ‘লাকি কোচ’।

দলে ফিরে নতুন দায়িত্ব:

আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে কেন্দ্র করে ব্যাটিং কোচ হিসেবে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক আশরাফুল। ক্রিকেটীয় অভিজ্ঞতা, দীর্ঘদিনের আন্তর্জাতিক পথচলা, সব মিলিয়ে তার অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড়রা।

টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও উচ্ছ্বসিত।
“অবশ্যই সবাই এক্সাইটেড,” বলেন তিনি। “উনি এত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, অভিজ্ঞতা অসাধারণ। আগে কখনও একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা হয়নি, এবার সেটা হচ্ছে— এটা আমাদের জন্য বড় সুযোগ।”


সম্পর্কিত

স্বল্প সময়, তবু আশার আলো:

তবে দায়িত্ব পেয়েছেন শুধুই এই সিরিজের জন্য। আর এটিই শান্তর চোখে সীমাবদ্ধতা।
“একটা সিরিজে খুব বেশি টেকনিক্যাল পরিবর্তন আনা সম্ভব না,” মন্তব্য শান্তর। “সময়টা খুব কম। তবুও আশা করি, তার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।”

অশান্তির ভেতরে স্থির থাকার চেষ্টা:

এদিকে মাঠের বাইরে চলছে কোচিং প্যানেলে পরিবর্তন, সহকারী কোচ সালাউদ্দিনের বিদায়সহ নানা আলোচনাও তুঙ্গে। কিন্তু এসব নিয়ে ভাবতে চান না শান্ত।

তার ভাষায়, “বাইরের বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি সবসময় মাঠের ভেতরে যা করি, সেটাকেই গুরুত্ব দেই। বাইরে আলোচনা থাকবেই। আমরা খেলাটায় মনোযোগ দিতে চাই।”

আশরাফুলের নতুন অধ্যায়:

বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শুরু হয়েছে আশরাফুলের কোচিং অধ্যায়ের নতুন পর্ব। সময় খুব কম, কাজ করার সুযোগ সীমিত; তবুও তার ক্রিকেটীয় প্রজ্ঞা ও অভিজ্ঞতা দলকে আলোকিত করবে, এমনটাই আশা করছে টিম ম্যানেজমেন্ট।

যেভাবে খেলোয়াড় হিসেবে তিনি হয়েছিলেন দেশের ‘লাকি বয়’,
এবার যেন কোচ হিসেবেও সেই জাদু ফিরিয়ে এনেছেন।

OR

Scroll to Top