
ঢাকা, ১৬ জানুয়ারি – ক্রিকেটাররা শর্তসাপেক্ষে আগামীকাল শুক্রবার থেকেই আবার খেলায় ফিরতে চায়। তবে খেলায় ফেরার আগে তারা কিছু শর্ত দিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, বাংলাদেশ ক্রিকেটের বর্তমান জটিল পরিস্থিতি নিয়ে ক্রিকেটারদের মধ্যে আলোচনা চলছিল। আলোচনায় তারা বুঝতে পেরেছেন, নারী জাতীয় দল এখন নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল বর্তমানে বিশ্বকাপে অংশ নিচ্ছে। সব ধরনের খেলা বন্ধ থাকলে এসব দলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিপিএলকেও তারা খুব গুরুত্বপূর্ণ মনে করেন। ক্রিকেটের সামগ্রিক স্বার্থের কথা বিবেচনা করেই আগের সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করেছেন।
কোয়াব আরও জানায়, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে, সেই সময় তারা দিতে চান। তবে তারা আশা করছেন, এই প্রক্রিয়া চলমান থাকবে।
একই সঙ্গে কোয়াব বলেছে, পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। তাই তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন—এমন প্রত্যাশা ক্রিকেটারদের।
সংগঠনটি জানায়, তারা বিসিবিকে স্পষ্টভাবে জানিয়েছে, এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলতে থাকলে ক্রিকেটাররা আগামীকাল শুক্রবার থেকেই মাঠে নামতে প্রস্তুত।
এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬








