শাবানা: আজও যিনি ভক্ত-দর্শকের মানসপটে

শাবানা: আজও যিনি ভক্ত-দর্শকের মানসপটে

তাকে কেউ বলেন বিউটি কুইন, আবার কেউ বা বলেন তিনি ঢাকাই সিনেমার সম্রাজ্ঞী। বিভিন্ন উপাধিতে ভূষিত তিনি। কারণ তিনি তার অভিনয় নিজেকে করে তুলেছিলেন অতুলনীয়। আজ থেকে প্রায় ২৮ বছর আগে অভিনয় জগত থেকে বিদায় নিলেও আজও যিনি ভক্ত-দর্শকের মানসপটে স্থান করে আছেন, তিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

OR

Scroll to Top