শোকজ নোটিশের জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম – DesheBideshe

শোকজ নোটিশের জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম – DesheBideshe

শোকজ নোটিশের জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম – DesheBideshe

ঢাকা, ১৮ জানুয়ারি – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম শোকজ নোটিশের জবাব দিয়েছেন। রোববার তিনি বিসিবির ডিসিপ্লিনি কমিটির কাছে লিখিতভাবে নিজের বক্তব্য জমা দেন।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলেও আজ সন্ধ্যায় নাজমুলের জবাব পাওয়া গেছে। এখন ওই জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত পদক্ষেপ নির্ধারণ করা হবে।

গত ১৪ জানুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে ক্ষতিপূরণ প্রসঙ্গে নাজমুল ইসলামের এক মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ওই মন্তব্যে তিনি বলেন, বিশ্বকাপে না খেললে বিসিবির নয়, বরং ক্রিকেটারদেরই ক্ষতি হবে, কারণ ম্যাচ ফি ও পারফরম্যান্সভিত্তিক প্রাপ্তি কেবল খেলোয়াড়দেরই।

এই বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন কোয়াব নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। এর ফলে বিপিএলের ম্যাচ স্থগিত হয়ে যায় এবং একপর্যায়ে অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট বন্ধ ঘোষণা করে বিসিবি।

পরবর্তীতে বিসিবি ও কোয়াবের বৈঠকের পর পরিস্থিতির পরিবর্তন হয়। শর্তসাপেক্ষে খেলায় ফেরার ঘোষণা দেন ক্রিকেটাররা। এরই মধ্যে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি, যার জবাব তিনি আজ দিয়েছেন।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬



OR

Scroll to Top