সহজ লক্ষ্য কঠিন করে হারল যুবারা, বাড়ল অপেক্ষা

সহজ লক্ষ্য কঠিন করে হারল যুবারা, বাড়ল অপেক্ষা

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে। লক্ষ্যও ছিল দুইশর কম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের ফর্ম বিবেচনায় পথটা সহজই ছিল। তবে পথ হারিয়ে ফেলে আজিজুল হাকিমের দল। ছয় ম্যাচ সিরিজের পঞ্চম ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২৭ রানে হেরেছে যুবারা।

সোমবার (৫ মে) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ ৫ ওভার বাকি থাকতে বাংলাদেশের ইনিংস থেমেছে ১৬৯ রানে।

রান তাড়া করতে নামা বাংলাদেশের শুরুর তিন ব্যাটসম্যানই ফিরে যান দুই অঙ্কের আগেই। ঘরে নেওয়ার আগে। এরপর তিনটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রিজান হোসেন (৫০ বলে ২৫), মোহাম্মদ আবদুল্লাহ (৫৯ বলে ৪২) ও দেবশিষ দেবা (৪৭ বলে ২৪)।

এই তিনজনের বিদায়ের পর ৬ উইকেট হারানো বাংলাদেশের আশা হয়ে ওঠেছিলেন ফরিদ ও সামিউন। কিন্তু ২৬ বলে ৩৭ রান করা সামিউন বোল্ড হতেই বাংলাদেশের আশার বেলুন চুপসে যায়। ১ রানের ব্যবধানে হারাতে হয় ৩ উইকেট। স্কোর ৬ উইকেটে ১৫৬ থেকে ৯ উইকেটে ১৫৭ রান হয়ে যায়। পরে সাদ ইসলাম রান আউট হলে ১৬৯ রানে অলআউট হয় সফরকারীরা। ৫২ বলে ৩০ রান করে অপরাজিত থেকে যান ফরিদ।

শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নেন ভিরান চামুদিথা ও কুগাথাস মাথুলান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের এলোমেলো বোলিংয়ে ভালো শুরু পেয়ে যায় স্বাগতিকরা। তবে ছন্দ ফিরতে সময় লাগেনি। চামুদিথাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রিজান। চামিকা হিনাটিগালাকে ফেরান সাদ।

ভালো শুরু করা সুহাস ফার্নান্দোকেও বেশি দূর যেতে দেননি রিজান। ৪ চারে ৪৪ বলে ২৮ রান করেন অভিষিক্ত ওপেনার। এরপর পাঁচ নম্বরে নেমে একপ্রান্তে একাই রান করতে থাকেন অধিনায়ক ভিমাথ দিনসারা। তাকে সঙ্গ দেন অভিষিক্ত আদাম হিলমি। দুজন মিলে ইনিংসের সর্বোচ্চ ৩৮ রানের জুটি গড়েন। দিনসারা আউট হন ৪৭ বলে ৪২ রান করে। হিলমি করেন ৫৯ বলে ৫১ রান।

বল হাতে বাংলাদেশের পক্ষে ৩৫ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন সামিউন। রিজান হোসেন, সাদ ইসলাম ও ফারহান শাহরিয়ারের শিকার দুটি করে।

ছয় ম্যাচের সিরিজে আজিজুল হাকিমের দল এখন ৩–২ ব্যবধানে এগিয়ে। সিরিজ নিজেদের করে নিতে চাইলে বৃহস্পতিবার শেষ ম্যাচে জিততেই হবে।
ঢাকাপ্রতিদিন/এআর

 

OR

Scroll to Top