সাকিবের ফেরা নিয়ে বিসিবির যোগাযোগ, আলোচনা চলছে মাঠ থেকে অবসরের সুযোগ নিয়েও – DesheBideshe

সাকিবের ফেরা নিয়ে বিসিবির যোগাযোগ, আলোচনা চলছে মাঠ থেকে অবসরের সুযোগ নিয়েও – DesheBideshe

সাকিবের ফেরা নিয়ে বিসিবির যোগাযোগ, আলোচনা চলছে মাঠ থেকে অবসরের সুযোগ নিয়েও – DesheBideshe

ঢাকা, ২৮ জানুয়ারি – জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানের দলে পুনরায় যোগদানের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং এই অলরাউন্ডারের মধ্যে আলোচনা চলমান রয়েছে। গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় সাকিবকে দলে ফেরানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে। বিসিবির এই উদ্যোগের ফলে বাংলাদেশের জার্সিতে সাকিবকে আবারও মাঠে দেখার সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠেছে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাকিব আল হাসান আর দেশে ফিরেননি। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত টেস্ট ম্যাচটি খেলার মাধ্যমে বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামা সম্ভব হয়নি। পরবর্তীতে পাকিস্তান ও ভারত সফরেও জাতীয় দলের হয়ে তিনি অংশ নেননি। একপর্যায়ে তার পরিকল্পিত অবসরের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাকিব তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, অন্তত একটি সিরিজ ভালোভাবে খেলে তবেই তিনি ক্রিকেট থেকে বিদায় নিতে চান। তার ভাষ্যমতে, মূলত এই একটি কারণেই তিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, যদি একটি সিরিজ খেলে ক্যারিয়ার শেষ করতে পারেন তবে সেটি তার জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক হবে।

বিসিবির বোর্ড সভায় গত ২৪ জানুয়ারি এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জানা গেছে, সাকিবকে দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে সরকারের উচ্চ পর্যায়েও অনুরোধ জানানো হয়েছে। বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর ইঙ্গিত দিয়েছেন যে, সাকিবকে দেশের মাটিতে সম্মানজনকভাবে অবসর নেওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়টি বিসিবি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন গত ২৭ জানুয়ারি নিশ্চিত করেছেন যে, সাকিবের ফেরার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এনএন/ ২৮ জানুয়ারি ২০২৬



OR

Scroll to Top