সিলেটে রেকর্ডের ঝড়: গর্বের গল্প লিখছে টাইগাররা – আনন্দ আলো

সিলেটে রেকর্ডের ঝড়: গর্বের গল্প লিখছে টাইগাররা – আনন্দ আলো

মামুনুর রহমান


সিলেটের সবুজ মাঠটি আজ ইতিহাসের সাক্ষী। প্রতিটি বল, প্রতিটি রান যেন লিখছে গর্বের উপাখ্যান। বাংলাদেশ ক্রিকেটের নতুন উত্থানের গল্প।

দ্বিতীয় দিনের খেলা শেষে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ থেমেছে ৮ উইকেটে ৫৮৭ রানে, এরপর ইনিংস ঘোষণা। আয়ারল্যান্ডের বিপক্ষে লিড দাঁড়িয়েছে ৩০১ রানের বিশাল পাহাড়ে। তখন উইকেটে ছিলেন হাসান মাহমুদ (১৩) ও নাহিদ রানা (৬)।

২৫ বছরের টেস্ট ইতিহাসে এমন মজবুত অবস্থান আগে দেখেনি বাংলাদেশ ক্রিকেট। ঘরের মাঠে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা ৫৬০ রানের রেকর্ডটি টপকেছেন টাইগাররা।

Bangladesh-test-team-


সম্পর্কিত

সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটারদের শুধু দৃঢ়তা নয়, ছিল একতা ও আনন্দ। শান্তদের চোখে ছিল উপভোগের আলো, ছিল আত্মবিশ্বাসের দীপ্তি। টপ অর্ডারের চার ব্যাটার—মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক ও শান্ত—চারজনই ফিফটি পেরিয়ে সাজিয়েছেন মজবুত ইনিংস। এমন ঘটনা বাংলাদেশ টেস্ট ইতিহাসে প্রথমবার! পরবর্তীতে লিটন দাসও সেই আনন্দে যোগ দিলেন আরেকটি ঝলমলে ফিফটি দিয়ে।

অধিনায়ক শান্তর ব্যাটে আয়ারল্যান্ড শান্তনা না পেলেও, শান্তকে খানিক তুষ্ট দেখা গেছে। নিয়মিত ১০০ করে আউট হলেও এবারও গড়েছেন এক বিস্ময়কর রেকর্ড। অধিনায়ক হিসেবে টেস্টে চারটি সেঞ্চুরি করে সমান হলেন মুশফিকুর রহিমের সঙ্গে। ভাগ করে নিলেন বাংলাদেশের গর্বের মুকুট।

এদিন শুধু ফিফটির নয়, ইতিহাসের পাতায় যোগ হলো এক নতুন অধ্যায়। প্রথম চার ব্যাটসম্যানেরই রান ৮০ বা তার বেশি। টেস্ট ক্রিকেটের শতবর্ষের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে এটি নিয়ে ১১বার। সেই বিরল অর্জন করল বাংলাদেশ!

সিলেট টেস্টে বাংলাদেশ শুধু রান করছেনা, অর্জন করছে বিশ্বাস, আত্মসম্মান আর স্বপ্নের উচ্চতা।
প্রশ্ন এখন একটাই, আবারও থামবে বাংলাদেশ? নাকি এবারই শুরু এক নতুন অধ্যায়ের?

OR

Scroll to Top