স্পোর্টস ডেস্ক 
৩১  মার্চ ২০২৫ ১১:৫১
প্রায় ১১ বছর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয়েছিল তার। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হলুদ জার্সি গায়ে আর দেখা যায়নি বিজয় শংকরকে। ৩৯৭৪ দিন পর রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমে নতুন রেকর্ড গড়েছেন শংকর। রবিচন্দ্রন অশ্বিনের পর চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশিদিন পর মাঠে ফিরে ইতিহাস গড়লেন শংকর।
শংকরের অভিষেক হয় ২০১৪ সালের ১৩ মে। সেদিন রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাত্র এক ওভার বোলিং করে ১৯ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। এরপর ব্যাটিংয়েও নামা হয়নি তার। ওই আসরে মাত্র একটি ম্যাচই খেলেছিলেন তিনি। পরের দুই আসরে ছিলেন না আইপিএলে।
২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত দিল্লি, হায়দরাবাদ ও গুজরাটের হয়ে খেলেছেন শংকর। এবারের নিলামে ১ কোটি ২০ লাখ রুপিতে শংকরকে দলে ফেরায় চেন্নাই। দীর্ঘ ৩৯৭৪ দিন পর রাজস্থানের বিপক্ষে মাঠে নেমে রেকর্ড গড়েছেন শংকর। আইপিএলে চেন্নাইয়ের হয়ে কোনো ক্রিকেটারের দুই ম্যাচের মধ্যবর্তী দীর্ঘতম বিরতি এটাই।
শংকর ভেঙেছেন অশ্বিনের গড়া রেকর্ড। তিনি ৩৫৯১ দিনের ব্যবধানে চেন্নাইয়ের জার্সি গায়ে দ্বিতীয়বার মাঠে নেমেছিলেন। আইপিএলে সব মিলিয়ে এই রেকর্ডের মালিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কার্ন শর্মা, তিনি ৫০৯৩ দিন পর দ্বিতীয়বার বেঙ্গালুরুর হয়ে খেলতে নেমেছিলেন। তার পরেই আছেন ৪৭৫১ দিনের ব্যবধানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা মানদিপ সিং।
সারাবাংলা/এফএম
 
				 
								

 
                                    




