‘অ্যাটাকিং ক্রিকেটই খেলছি, আর কত অ্যাটাকিং চাচ্ছেন?’ – DesheBideshe

‘অ্যাটাকিং ক্রিকেটই খেলছি, আর কত অ্যাটাকিং চাচ্ছেন?’ – DesheBideshe

‘অ্যাটাকিং ক্রিকেটই খেলছি, আর কত অ্যাটাকিং চাচ্ছেন?’ – DesheBideshe

সিলেট, ০২ সেপ্টেম্বর – নেদারল্যান্ডসের বিপক্ষে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে ১৩৬ রান তাড়া করতে নেমে ২ উইকেটে ১৩৮ রান করেছিল টাইগাররা। ১৩.৩ ওভারে, রান রেট ছিল ১০.২২। গতকাল দ্বিতীয় ম্যাচে ১০৩ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে রেখে জয় পায় লিটন দাসের দল, হাতে বল থেকে গিয়েছিল ৪১টি।

এরপরও যেন অ্যাটাকিং ক্রিকেটের দেখা মিলছে না! গতকাল সংবাদ সম্মেলনে তানজিদ হাসান তামিমের কাছে এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়। তামিম উল্টো প্রশ্ন ছুঁড়ে বসলেন সাংবাদিকদের। জাতীয় দলের তরুণ ও পরীক্ষিত এই ওপেনার বলেন, ‘আমরা তো অ্যাটাকিং ক্রিকেটই খেলছি। আর কত অ্যাটাকিং চাচ্ছেন?’

তার ভাষায়, ‘পুরো দলকে স্বাধীনতা দেওয়া হয়েছে। যে যার মতো খেলতে পারবে। যার যে ভূমিকা আছে সেটা কীভাবে মাঠে এক্সিকিউট করবে এটা টিম ম্যানেজমেন্ট থেকে সবাইকে বলা আছে।’

অতীতের চেয়ে এখন দলের ব্যাটারদের স্বাধীনতা বেশি কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘অতীতে তো আমি ছিলাম না ড্রেসিংরুমে। টি-টোয়েন্টিতে সবার রোল দেওয়া আছে, সেভাবে ফ্রিডমও দেওয়া আছে। মাঠে রোল এক্সিকিউশনটাই ইম্পরট্যান্ট। অবশ্যই ফ্রিডম আছে।’

অর্ধশতক করা তামিম নিজের সাফল্যের রহস্য জানিয়ে বলেন, ‘অতীত তো অতীত। সবসময় নতুনভাবে শুরু করার চেষ্টা করি। আপনারাও দেখেছেন উইকেট আজ কেমন আচরণ করছিল। বল টার্ন করছিল, বাউন্স করছিল। উইকেট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। এরকম কোনো কিছু না। যে প্ল্যানে এগিয়েছি, যেটা ভালো মনে হয়েছে, সেই প্ল্যানে সফল হয়েছি।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫



OR

Scroll to Top