অস্ত্রোপচার সফল হয়েছে দিতিপ্রিয়ার

অস্ত্রোপচার সফল হয়েছে দিতিপ্রিয়ার

হাসপাতালের বিছানায় শুয়েই সুখবর পেলেন জি-বাংলার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। গত বুধবার নাকে অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। নিজের অসুস্থতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এই অভিনেত্রী। অস্ত্রোপচারের পরেই এমন ভালো খবর আসবে, তা আশা করেননি দিতিপ্রিয়া। তাই নিজের ছবি শেয়ার করে নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ছোটপর্দার ‘অপর্ণা’।

মার্চ মাস থেকেই শুরু হয়েছে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। গত আট মাসে এই ধারাবাহিক নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর। সব মিটিয়ে কাহিনির গল্প গড়িয়েছে অনেক দূর। দুর্গাপুজো শেষ হওয়ার পরের সপ্তাহেই টিআরপি তালিকায় বড় বদল। প্রথম বার প্রথম স্থানে উঠে এল এই ধারাবাহিক। ফলে হাসপাতাল থেকেই দিতিপ্রিয়ার খুশি দ্বিগুণ হয়ে গিয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত কিছুদিনের বিশ্রাম। তারপর আবার কাজে ফিরব। সবার প্রার্থনার জন্য ধন্যবাদ। আরও একটা সুখবর রয়েছে। সবার আশীর্বাদে টিআরপি তালিকায় এবার আমরা প্রথম। তবে এই জায়গা ধরে রাখা আরও কঠিন। দর্শকের ভালবাসা ছাড়া এটা সম্ভব হতো না।’

প্রসঙ্গত, দিতিপ্রিয়ার অস্ত্রোপচার প্রসঙ্গে তার মা জানিয়েছিলেন, অনেক দিন ধরে নাকের হাড়ে সমস্যা হচ্ছিল তার। দুই বছর আগে এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু করা হয়ে ওঠেনি। মাঝে শুটিংয়ের সময় অনেক বার নাক দিয়ে রক্ত বের হয়। তারপরেই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা।

OR

Scroll to Top