ইউরোপিয়ান ফুটবলে বায়ার্নের নতুন ইতিহাস

ইউরোপিয়ান ফুটবলে বায়ার্নের নতুন ইতিহাস

গত মৌসুমটা খুব একটা ভালো কাটেনি তাদের। এক লিগ শিরোপা ছাড়া আর কিছুই ঘরে তুলতে পারেনি বায়ার্ন মিউনিখ। এবারের মৌসুমে শুরু থেকেই অবিশ্বাস্য ফর্মে আছে হ্যারি কেইনের দল। জার্মান কাপে কোলনকে ৪-১ ব্যবধানে হারিয়ে অনন্য এক রেকর্ড গড়ল বায়ার্ন। মৌসুমের শুরুতে টানা ১৪ ম্যাচ জিতে ইউরোপিয়ান ফুটবলে নতুন ইতিহাস লিখল জার্মান জায়ান্টরা।

বুন্দেসলিগা, চ্যাম্পিয়নস লিগ, জার্মান কাপ; তিন টুর্নামেন্টেই এবারের মৌসুমে দাপটের সঙ্গে খেলছে বায়ার্ন। এখন পর্যন্ত সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ১৪ ম্যাচে মাঠে নেমেছে বায়ার্ন। এর সবকয়টিতেই জয় পেয়েছেন কেইনরা।

কোলনের বিপক্ষে ম্যাচের আগে টানা ১৩ জয় পেয়েছিল বায়ার্ন। এতে ১৯৯২-৯৩ মৌসুমে গড়া এসি মিলানের রেকর্ডে ভাগ বসিয়েছিলে তারা।

জার্মান কাপের ম্যাচে কোলনকে হারাতে পারলেই হবে নতুন ইতিহাস, এই সমীকরণকে সামনে রেখেই মাঠে নেমেছিলেন কেইনরা। লুইজ দিয়াজ, কেইনদের দুর্দান্ত গোলে কোলনকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েই এককভাবে এই রেকর্ডের মালিক হলো বায়ার্ন।

বায়ার্নের সামনে এখন নিজেদের ছাড়িয়ে যাওয়ার হাতছানি। মৌসুমের প্রথম হার কিংবা পয়েন্ট হারানোর স্বাদ কবে পাবে বায়ার্ন, সেটাই এখন দেখার বিষয়!

OR

Scroll to Top