জাহানারার অভিযোগ তদন্তে বিসিবির তিন সদস্যের কমিটি গঠন – DesheBideshe

জাহানারার অভিযোগ তদন্তে বিসিবির তিন সদস্যের কমিটি গঠন – DesheBideshe

জাহানারার অভিযোগ তদন্তে বিসিবির তিন সদস্যের কমিটি গঠন – DesheBideshe

ঢাকা, ০৯ নভেম্বর – জাহানারা আলম ইস্যুতে তোলপাড় চলছে বাংলাদেশ ক্রিকেটে। সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা।

তার দাবি ছিল বিসিবির কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। সেই ইস্যুতে পরবর্তীতে মুখ খুলেছে আরও বেশ কয়েকজন ক্রিকেটার। এছাড়া গ্রুপিংয়ের অভিযোগ উঠেছে বর্তমানে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বিরুদ্ধেও। তাতে নড়েচড়ে বসেছে বিসিবি।

যার পরিপ্রেক্ষিতে শনিবার (৮ নভেম্বর) জাতীয় নারী ক্রিকেট দলের এসব বিষয় নিয়ে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের এই সর্বোচ্চ সংস্থা।

এই তিন সদস্যের অনুসন্ধান কমিটির কনভেনর হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। আর সদস্য হিসেবে আছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৯ নভেম্বর ২০২৫



OR

Scroll to Top