গাজীপুর: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে গাজীপুরে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১২টা ৩০ মিনিটে জয়দেবপুরের শহীদ বরকত স্টেডিয়ামে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, ‘আমরা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করছি। যুবকদের খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে নিতে প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি আমাদের বার্তা থাকবে— প্রতিটি মসজিদে নামাজের পর ইমাম সাহেবরা যেন অভিভাবকদের শিশুদের মাদক সম্পর্কে সচেতন রাখার আহ্বান জানান।’
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শাহিন মাহমুদ, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাসহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। খেলার উদ্বোধনী ম্যাচে স্থানীয় দুটি যুব দল মুখোমুখি হয়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর দর্শকদের মধ্যে ছিল মাদকমুক্ত সমাজ গড়ার এক নতুন উদ্দীপনা।






