‘লজ্জাজনক’, ‘বিব্রতকর’—বাংলাদেশের কাছে হারের পর ভারতীয় গণমাধ্যম

‘লজ্জাজনক’, ‘বিব্রতকর’—বাংলাদেশের কাছে হারের পর ভারতীয় গণমাধ্যম

সেই ২০০৩ সালে বাংলাদেশের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছিলেন তারা। এরপর দীর্ঘ প্রায় দুই যুগেও ফুটবল মাঠে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে ভারতকে হারিয়ে কাঙ্ক্ষিত সেই জয় পেয়েছেন হামজা চৌধুরীরা। বাংলাদেশের কাছে এমন হার যেন কিছুতেই মানতে পারছেন না ভারতের ফুটবল সমর্থকরা। শুধু তাই নয়, ভারতীয় সংবাদমাধ্যমও এমন হারে রীতিমতো ধুয়ে দিয়েছে জাতীয় দলকে।

এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। মোরসালিনের একমাত্র গোলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে রোকনুজ্জামান কাঞ্চন ও মতিউর রহমান মুন্নার গোলে একই স্টেডিয়ামে জয় পেয়েছিল বাংলাদেশ দল।

বাংলাদেশের কাছে এমন হার মেনে নিতে পারছেন না ভারতের ফুটবল ভক্তরা। দেশটির গণমাধ্যমও বেশ নেতিবাচকভাবেই তুলে ধরেছে ভারতের হার।

ইন্ডিয়া টুডে লিখেছে,  ‘ভারতীয় ফুটবলের স্বপ্ন ভেঙে চুরমার, বাংলাদেশের কাছে ‘বিব্রতকর’ হার’। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে লজ্জাজনকভাবে হেরেছে ভারত।’

এনডিটিভি শিরোনাম করেছে, ‘ বাংলাদেশের কাছে ০-১ গোলের হারে ভারতের ‘লজ্জাজনক’ পরাজয়।’ টাইমস নাও লিখেছে, ‘৮,৩৪০ দিনের মধ্যে সবচেয়ে নিচে ভারতীয় ফুটবল, ২১শ শতাব্দীর বড় ‘অপমান’।’

ফার্স্ট পোস্ট লিখেছে,  ‘ঘরের মাঠে ভারতকে লজ্জা দিয়ে ১-০ গোলে হারাল বাংলাদেশ।’ আনন্দবাজার বলছে,  ‘২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে হার ভারতের, স্ট্রাইকারদের ব্যর্থতায় মানরক্ষার ম্যাচেও ব্যর্থ ঝিঙ্গানরা।’

OR

Scroll to Top