শারজাহ স্টেডিয়ামে আইএলটি২০–এর ম্যাচে আজ মুখোমুখি হন দুই বাংলাদেশি তারকা—সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। যদিও তাসকিনকে শারজাহ ওয়ারিয়র্স আবারও বেঞ্চে রাখে, মাঠের গ্যালারিতে ঠিকই দেখা হয় দুজনের, হয় আড্ডাও।
এমআই এমিরেটসের হয়ে খেলতে নেমে সাকিব ১২ বলে ১৬ রান করার পর ‘ট্যাকটিক্যাল রিটায়ার্ড আউট’ হয়ে ড্রেসিং রুমে ফেরেন। তিনে নেমে দ্রুত দুটি চার মেরে শুরুটা দারুণ করলেও পরে রান তুলতে খানিকটা ধীর হয়ে পড়েন তিনি। সাকিবের জায়গায় নেমে অধিনায়ক পোলার্ডও বেশিক্ষণ টিকতে পারেননি।
টুর্নামেন্টে এমআই-এর এটি দ্বিতীয় ম্যাচ হলেও তাসকিনকে পরপর দুই ম্যাচে খেলায়নি শারজাহ। তবে ম্যাচ শেষে দুজনের দেখা–সাক্ষাতে ঝলমলে ছিল ‘মরুর বুকে এক টুকরো বাংলাদেশ’। বেশ সরব দেখা গেল দুজনকেই। দেশের কোটি ক্রিকেট ভক্তের জন্য খবরটি সুখের সঙ্গে বেশ আবেগঘন। কারন লাল সবুজের চিরচেনা জার্সিতে এই হাস্যজ্বল সময় হয়তো আর আসবে না!






