চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বছরটা কেটেছে দুর্দান্ত। অন্যদিকে ব্রাজিলের জন্য ২০২৫ সালটা ছিল ঠিক উলটো। ধুঁকতে থাকা ব্রাজিল বছরজুড়েই ছিল বিপাকে। সব মিলিয়ে কেমন গেল ব্রাজিলের ২০২৫ সাল?
ব্রাজিলের দুঃসময় চলছে ২০২৪ সাল থেকেই। সেই ব্যর্থতা ও হতাশা বজায় ছিল এই বছরও। নতুন কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নিয়েও সেটা বদলাতে পারেননি।
২০২৫ সালে ব্রাজিল সব মিলিয়ে ম্যাচ খেলেছে ১০টি। এর মধ্যে জয় এসেছে ৫টিতে, ড্র করেছে ২ ম্যাচে আর হেরেছে ৩টিতে। এই ম্যাচগুলোয় ব্রাজিল গোল করেছে ১৭টি, হজম করেছে ১০টি।
মার্চে কলম্বিয়ার বিপক্ষে ২–১ গোলের জয় দিয়ে বছর শুরু করেছিল ব্রাজিল। কিন্তু পরের ম্যাচেই আর্জেন্টিনার কাছে ৪–১ গোলের লজ্জার হার পায় সেলেসাররা। সেই হারের জেরে চাকরি হারান কোচ দরিভাল জুনিয়র, দৃশ্যপটে আসেন কার্লো আনচেলত্তি।
অনেক নাটকের পর ব্রাজিলের ইতিহাসের প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নেন আনচেলত্তি। আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে ৪টিতে, ২টি করে ড্র ও হার।
বিশ্বকাপ বাছাইপর্বে পুরোটা সময়জুড়েই ধুঁকেছে ব্রাজিল। সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে কিনা, সে নিয়েই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত লাতিন অঞ্চলে ৫ম হয়ে আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
এই বছর ব্রাজিলের আরেক হতাশায় নাম ছিল নেইমার। গত বছরের মতো এই বছরও জাতীয় দলে ফেরা হয়নি ইনজুরিতে জর্জরিত নেইমারের। শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের জায়গা হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।
নেইমারকে নিয়ে হতাশা থাকলেও ২০২৫ সালে ব্রাজিলের সবচেয়ে বড় আবিস্কারের নাম এস্তেভাও। ব্রাজিলের হয়ে আবির্ভাবেই আলো ছড়াচ্ছেন এই তরুণ। মাত্র ১৮ বছর বয়সেই হয়ে উঠেছেন দলের ভরসা। শেষ চার ম্যাচে তার পা থেকে থেকে এসেছে চার গোল।







