ম্যাচের শেষ বাঁশি বাজতে তখন বাকি আর মাত্র কয়েক সেকেন্ড। ১৪ বছর পর প্রথম কোন শিরোপার সুবাস পাচ্ছিল মার্শেই। ঠিক তখনই এলোমেলো হয়ে গেল সবকিছুই। গোল করে ম্যাচে সমতায় ফিরল পিএসজি। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে শিরোপাও উঁচিয়ে ধরল লুইস এনরিকের দল। টাইব্রেকারে মার্শেইকে ৪-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফ্রেঞ্চ সুপার কাপ জিতল পিএসজি।
কুয়েতের জাবের আল আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পিএসজি-মার্শেই। ম্যাচের ১৩ মিনিটের মাথায় পিএসজিকে লিড এনে দেন উসমান ডেম্বেলে। প্রথমার্ধে আর গোল হয়নি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে ঘুরে যায় খেলার মোড়। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ম্যাসন গ্রিনউড। ৮৭ মিনিটে উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে লিড নেয় মার্শেই।
ম্যাচের ৯৫ মিনিটের মাথায় গোল করে পিএসজিকে ম্যাচে ফেরান গন্সালো রামোস। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম দুটি পেনাল্টি মিস করে মার্শেই। অন্যদিকে টানা ৪টি পেনাল্টি থেকে গোল করে শিরোপা জয়ের আনন্দে ভাসে পিএসজি।
এই নিয়ে টানা চতুর্থ ও রেকর্ড ১৪তম ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। সবশেষ ১৩ বারের মধ্যে ১২ বারই জয়ী তারা।




