অপরিচিত নম্বর থেকে অপহরণের হুমকি পাচ্ছেন ক্রিকেটার মিঠুন – DesheBideshe

অপরিচিত নম্বর থেকে অপহরণের হুমকি পাচ্ছেন ক্রিকেটার মিঠুন – DesheBideshe

অপরিচিত নম্বর থেকে অপহরণের হুমকি পাচ্ছেন ক্রিকেটার মিঠুন – DesheBideshe

ঢাকা, ১৬ জানুয়ারি – বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি ও ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মিঠুনকে অপরিচিত একাধিক নম্বর থেকে গালাগাল করা হচ্ছে এবং অপহরণের মতো হুমকি দেওয়া হয়েছে। শুধু ফোন কল নয়, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারেও তাকে এসব হুমকি পাঠানো হচ্ছে। মিঠুন যে হুমকি পেয়েছেন, তার অডিও ও বার্তাগুলো গণমাধ্যমের হাতে এসেছে।

সম্প্রতি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে অসম্মানজনক মন্তব্য করার পর এর প্রতিবাদে ক্রিকেটাররা সব ধরনের খেলা বয়কটের সিদ্ধান্ত নেন। এই আন্দোলনে নেতৃত্ব দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব, আর তারা নাজমুল ইসলামের পদত্যাগের দাবি তোলে। বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ক্রিকেটাররা নিজেদের অবস্থানে অনড় থাকায় দিনের দুটি ম্যাচই স্থগিত হয়ে যায়।

ক্রিকেটাররা স্পষ্ট করে জানিয়ে দেন, মাঠে ফেরার শর্ত হিসেবে নাজমুল ইসলামকে বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করতে হবে। পরে বোর্ড এক অনলাইন সভায় তার পরিচালক পদ বহাল রাখলেও বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে তাকে অব্যাহতি দেয়।

এরপর কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রকাশ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের কাছে ক্ষমা না চাইলে তারা মাঠে ফিরবে না। একই সঙ্গে নাজমুল ইসলামকে বিসিবি পরিচালক পদ থেকে অপসারণের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে বলেও বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬



OR

Scroll to Top