থাইল্যান্ডকে হারিয়ে প্রস্তুতি ম্যাচে জয় পেল জ্যোতিরা – DesheBideshe

থাইল্যান্ডকে হারিয়ে প্রস্তুতি ম্যাচে জয় পেল জ্যোতিরা – DesheBideshe

থাইল্যান্ডকে হারিয়ে প্রস্তুতি ম্যাচে জয় পেল জ্যোতিরা – DesheBideshe

ঢাকা, ১৬ জানুয়ারি – আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। দুই ম্যাচেই জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সবশেষ প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) নেপালের মুলাপানিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ থাইল্যান্ডকে ১৪৯ রানের লক্ষ্য দেয়। জবাবে থাইল্যান্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে পারে। এতে ৩৪ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। ব্যাট হাতে মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন। একমাত্র ফিফটি করেন নান্নাপাত কোনছারেকাই। তিনি ৪৮ বলে ৫২ রান করেন। এছাড়া ছানিডা সুথিরুয়াগ ১৮ বলে ২৫ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানেই থামে থাইল্যান্ডের ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। তিনজন বোলার নেন একটি করে উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই একটি উইকেট হারায়। দলীয় ১৯ রানে দিলারা আক্তার ৬ রান করে আউট হন। অপর ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস দুটি চার ও একটি ছক্কা মেরে ২৯ বলে ৩১ রান করে বিদায় নেন।

এরপর শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মিলে ৫১ রানের জুটি গড়েন। শারমিন ৩১ বলে ২৮ রান করে এবং জ্যোতি ২২ বলে ২৮ রান করে আউট হন। ইনিংসের শেষ দিকে স্বর্ণা আক্তার ১৪ বলে এবং শবানা মোস্তারি ১৫ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। সব মিলিয়ে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬



OR

Scroll to Top