টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা জোরদার: শ্রীলঙ্কায় নামছে এলিট কমান্ডো ইউনিট – DesheBideshe

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা জোরদার: শ্রীলঙ্কায় নামছে এলিট কমান্ডো ইউনিট – DesheBideshe

 

ঢাকা, ২৯ জানুয়ারি – আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি ক্রিকেট দলের নিরাপত্তা জোরদার করতে অস্ত্রধারী বিশেষ কমান্ডো ইউনিট মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন লঙ্কান কর্মকর্তারা। বিশেষ করে দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচগুলোর দিকে বিশেষ নজর রাখা হবে বলে জানানো হয়েছে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই দ্বিবার্ষিক ক্রিকেট মহাযজ্ঞের আয়োজন করছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এই আসরে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের লড়াইয়ে কলম্বোতে অন্তত একবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক উত্তেজনা খেলার মাঠেও প্রভাব ফেলে বলে এই ম্যাচটিকে ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমার গামাগে জানিয়েছেন যে টুর্নামেন্টটি নির্বিঘ্নে সম্পন্ন করাই তাঁদের প্রধান লক্ষ্য। তিনি বলেন যে তাঁরা ভারত ও পাকিস্তান ম্যাচগুলোর দিকে বিশেষভাবে নজর রাখছেন এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত রাষ্ট্রপ্রধানদের সুরক্ষায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোকেই দলগুলোর নিরাপত্তায় ব্যবহার করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া এবং সেখান থেকে মাঠে আসা যাওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তেই খেলোয়াড়রা সশস্ত্র রক্ষীদের বেষ্টনীতে থাকবেন। নিরাপত্তা শঙ্কার কারণে পাকিস্তান ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর পর আইসিসি তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় স্থানান্তর করে। অন্যদিকে নিরাপত্তার কারণে ভারত থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশও। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ এবং তাদের স্থলাভিষিক্ত করা হয় স্কটল্যান্ডকে। পাকিস্তানও বাংলাদেশকে সমর্থন জানিয়ে টুর্নামেন্ট বর্জনের ইঙ্গিত দিয়েছে। এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব বান্দুলা দিসানায়েকে জানিয়েছেন যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার বিরোধে শ্রীলঙ্কা নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং সব দেশই তাঁদের বন্ধুপ্রতিম। এদিকে বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে আন্তর্জাতিক ভেন্যুগুলোর সংস্কারকাজ চালাচ্ছে শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে নতুন ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে। এছাড়া ক্যান্ডির পল্লেকেলে স্টেডিয়ামটি গত নভেম্বরের ঘূর্ণিঝড়ে অক্ষত থাকায় সেখানে শুক্রবার শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ আয়োজন করা হবে।

 

এস এ এস / ২৯ জানুয়ারি ২০২৬

 



OR

Scroll to Top