
বাংলাদেশ, ৩০ জানুয়ারি – আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশ ও আইসিসির মধ্যে প্রায় তিন সপ্তাহ ধরে চলা টানাপোড়েনের অবসান ঘটেছে। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দীর্ঘ এই দ্বন্দ্বের সময় নীরব থাকলেও এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে শ্রীলঙ্কা।
নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভারত থেকে নিজেদের ম্যাচগুলো সরিয়ে নেয়ার জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের সবকটিই ভারতে হওয়ার কথা ছিল, যার মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইতে। উগ্রবাদীদের দাবির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল থেকে বাংলাদেশি পেসার
মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল বিসিবি। এর প্রেক্ষিতেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি তোলা হয়। দফায় দফায় চিঠি চালাচালি ও বৈঠকের পর বাংলাদেশের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসি এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেধে দেয়। কিন্তু সরকারের সঙ্গে আলোচনার পর বিসিবি নিজেদের অবস্থানে অনড় থাকে।
ফলে বাংলাদেশের পরিবর্তে র্যাঙ্কিং বিবেচনায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি। এই ঘটনায় বিশ্ব ক্রিকেটে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইসিসির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে বলে জোর গুঞ্জন চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিও এমন ইঙ্গিত দিয়েছেন। তবে এই আঞ্চলিক দ্বন্দ্বে নিজেদের নিরপেক্ষ রাখার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। বার্তা সংস্থা এএফপিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব বান্দুলা দিশানায়েকে জানিয়েছেন যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সবাই তাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, তাই তারা নিরপেক্ষ থাকবেন। তবে ভবিষ্যতে কোনো দেশ অনুরোধ করলে তারা ম্যাচ আয়োজনে প্রস্তুত আছেন বলেও তিনি জানান। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ২০টি দল এতে অংশ নেবে।
বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে। বাছাইপর্ব পার হতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবার উপরে থাকায় স্কটল্যান্ড এই সুযোগ পেয়েছে।
এস এ এস / ৩০ জানুয়ারি ২০২৬








