ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো বাফুফে

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো বাফুফে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ২১:৪৬ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ২১:৫২

২০১৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজ (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে সেই নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। সন্ধ্যায় ফিফা থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে ফিফা থেকে চিঠি পেয়েছে বাফুফে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত ফিফার দেয়া আর্থিক অনুদান হতে প্রাপ্ত অর্থ ব্যয়ে স্বচ্ছতা না থাকাতেই বাফুফের ওপর সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসে। অর্থপ্রাপ্তি একেবারে বন্ধ না হলেও তা আসতো অনেক দেরিতে। বাফুফের দেয়া তথ্যমতে, ২০১৮ সাল থেকে ফিফার দেয়া তহবিল থেকে অর্থ ব্যয়ের খাতে অস্বচ্ছতার তালিকায় ছিল। সেই দায়ে ২০২৩ সালে নিষিদ্ধও হন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল ঢাকা এসেছিল বাফুফের অর্থায়ন সম্পর্কিত বিষয়গুলো খতিয়ে দেখতে। প্রতিনিধি দল ঘুরে যাওয়ার পর বাফুফে আশা করছিল, মার্চের মাঝামাঝিতে হয়তো ফিফা থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে প্রত্যাশিত সময়ের আগেই সুসংবাদ পেল ফেডারেশন। এতে করে কেটে গেল আর্থিক তহবিল পাওয়ার জটিলতা,  যার ফলে ফিফার অনুদান আসবে নিয়মিত কিস্তিতে।

সারাবাংলা/জেটি

তাবিথ আউয়াল
ফিফা
বাফুফে

OR

Scroll to Top