বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ – DesheBideshe

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ – DesheBideshe

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ – DesheBideshe

আবু ধাবি, ১৬ সেপ্টেম্বর – এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতেছেন লিটন দাস। বাচা মরার গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।

সুপার ফোরে খেলতে হলে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। এই ম্যাচ জিতে আবার তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে।

আগের ম্যাচের একাদশ থেকে ৪টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। পারভেজ আহমেদ ইমন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মেখ মেহেদী হাসানে পরিবর্তে খেলছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ। বাংলাদেশ আজ খেলবে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে আফগানিস্তান।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন,মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের একাদশ: রশিদ খান (অধিনায়ক), সেদিকুল্লাহ আতাল,রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, এএম গাজানফার, নুর আহমেদ, ফাজালহক ফারুকি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫



OR

Scroll to Top